RG Kar News: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের খুনের পর, সেমিনার হলে গেছিলেন কারা?
ABP Anada Live: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, সেমিনার হলে গেছিলেন কারা? তা নিয়ে বহু প্রশ্ন উঠছে। এই প্রেক্ষাপটে আকাশি শার্ট পরা এক ব্য়ক্তির ছবি ভাইরাল হয়েছে। আন্দোলনকারীদের একাংশের দাবি এই ব্যক্তির নাম দীপাঞ্জন হালদার। তিনি আর জি কর মেডিক্য়াল কলেজের শিশুরোগ বিভাগের অ্যাসিস্ট্য়ান্ট প্রফেসর। যদিও, দীপাঞ্জন হালদারের দাবি ঘটনার দিন আর জি করে গেছিলেন তিনি। তবে, এই ছবি তাঁরই কিনা, নিশ্চিত নন তিনি।
আরও খবর, উত্তর থেকে দক্ষিণ, আর জি কর কাণ্ডে বিচার চেয়ে কলকাতা জুড়ে হল প্রতিবাদ-মিছিল। বিচার চেয়ে পথে নামলেন একাধিক স্কুলের প্রাক্তনীরা। সোনারপুরে প্রতিবাদ জানান একাধিক ক্লাবের সদস্য়রা।প্রতিবাদ-মিছিল করে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা । নাগরিক সমাজের ডাকে হয় মহামিছিল। ভবানীপুরে প্রতিবাদ-মিছিল। সেন্ট লরেন্স হাইস্কুলের প্রাক্তনীদের মিছিল। ১০টি স্কুলের প্রাক্তনীরা একসঙ্গে পথে মিছিল করে। চলে একাধিক ক্লাবের প্রতিবাদ। রবিবারের কলকাতার একটাই স্বর জাস্টিস ফর আরজি কর। তোমার আমার এক স্বর, জাস্টিস ফর আর জি কর ।