Wb News: স্কুলের মধ্যে মানসিক নির্যাতন, ফেসবুক লাইভে অভিযোগ, তারপর কী ঘটল দক্ষিণেশ্বরের শিক্ষিকার?
ABP Ananda Live: স্কুলের মধ্যেই মানসিক নির্যাতন, ফেসবুক লাইভে এই অভিযোগ করে আত্মঘাতী হলেন দক্ষিণেশ্বরের শিক্ষিকা। ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। স্কুল পরিচালক কমিটি ও প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই। পতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্তদের।
আরও খবর, সীমান্তের ওপারে হিন্দুদের উপর হামলা, এপারে সীমান্তে অনুপ্রবেশ। বাংলাদেশে অশান্তি, ফের সক্রিয় গরু, জাল নোট পাচারকারীরা। জলপাইগুড়ির পর এবার কোচবিহার, ফের অনুপ্রবেশের চেষ্টা। কোচবিহারের মদনাকুড়ায় সীমান্ত পেরিয়ে গরু পাচারের চেষ্টা। ভারতে ঢোকার চেষ্টা, বাধা দিলে বিএসএফের উপরেই হামলা। সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিরোধ, রবার বুলেটে এক পাচারকারী আহত। জলপাইগুড়িতেও বিএসএফের উপর হামলা, গুলিতে পাচারকারীর মৃত্যু।


















