RG Kar News: 'কেন এখনও বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন?' সুদীপ্ত রায়কে আইএমএ বেঙ্গলের চিঠি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'কেন এখনও বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন?' রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের সভাপতি সুদীপ্ত রায়কে আইএমএ বেঙ্গলের চিঠি । 'শোকজের পর ১০দিন পার, কেন বাতিল নয় সন্দীপের রেজিস্ট্রেশন?' । জানতে চেয়ে সুদীপ্ত রায়কে আইএমএ রাজ্য শাখার চিঠি । ৭ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের শোকজ । জবাব দিতে ৩দিন সময়, এখনও আসেনি কোনও লিখিত জবাব: সূত্র । 'সন্দীপের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সরিয়ে অবিলম্বে রেজিস্ট্রেশন বাতিল করুন' । রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি আইএমএ বেঙ্গলের
আরও খবর...
আর জি কর কাণ্ডের তদন্তে, সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, স্টেটাস রিপোর্টে যেটা উঠে এসেছে, সেটা ভয়ঙ্কর এবং সত্যিই বিচলিত হওয়ার মতো। পাশাপাশি, নিহত চিকিৎসকের বাবার চিঠিকেও গুরুত্ব দেওয়ার জন্য় CBI-কে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, জুনিয়র ডাক্তারদের অভূতপূর্ব আন্দোলন দেখেছে বাংলা। একমাসব্য়াপী সেই আন্দোলনের কাছেই, সোমবার নতিস্বীকার করতে হয়েছে রাজ্য় সরকারকে। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় মনোজ ভার্মাকে বসালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ডিসি নর্থ অভিষেক গুপ্তকে সরানো হল EFR এর সেকেন্ড ব্য়াটেলিয়ানের CO পদে।