RG Kar News: সকাল গড়িয়ে রাত, এখনও রাজপথে প্রতিবাদ । কামারহাটিতে মানববন্ধন কর্মসূচি পালন
ABP Ananda LIVE: অভয়াকাণ্ডে বছর পার, সকাল গড়িয়ে রাত, এখনও রাজপথে প্রতিবাদ । কামারহাটিতে মানববন্ধন কর্মসূচি পালন
আরও খবর...
নবান্ন অভিযানে ধুন্ধুমার। এরমধ্য়েই চাঞ্চল্য়কর অভিযোগ করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত চিকিৎসকের মায়ের অভিযোগ, তাঁর হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। কপালে মারা হয়েছে। রাস্তায় ফেলে মেরেছে পুলিশ। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। চিকিৎসার জন্য এদিন অভয়ার মা-বাবাকে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়।
অভয়ার মাকে মারধরের অভিযোগ, কৌস্তভ বাগচীকে নিশানা কুণাল ঘোষের।'অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে। বাবা-মাকে নিয়ে এই কুৎসিত নাটক, রাজনীতি যে হবে, গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন', কৌস্তভ বাগচীর নাম না করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের
অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। অপরদিকে,হাজরা মোড়ে অভয়া মঞ্চের অভিযানে প্রতিবাদ, কান্নায় ভেঙে পড়লেন কালীগঞ্জে নিহত তামান্নার মা। বললেন, 'মমতার গুন্ডারা আমার মেয়েকে মেরে দিয়েছে..আমায় আটকানো যাবে না, ১৪ জন এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে..', আমৃত্যু 'লড়াই' চালানোর হুঁশিয়ারি তামান্নার মায়ের


















