Nabanna Avijan: আরজি কর কাণ্ডের ১ বছর মেয়ের হত্যার বিচার চেয়ে আন্দোলনে নেমে আহত অভয়ার মা !
ABP Ananda LIVE :নবান্ন অভিযানে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা ও হাওড়া জুড়ে। বিশেষত পার্কস্ট্রিটে গিয়ে পুলিশ মিছিল আটকালে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রতিবারে রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে বিস্ফোরক অভিযোগ করেন। দাবি করা হয়, পুলিশের লাঠিতে আহত বিজেপির বিধায়করা। প্রায় ১০০ জন আন্দোলনকারী আক্রান্ত। পুলিশের লাঠির আঘাতে জখম হয়েছেন নিহত চিকিৎসকের বাবা-মাও, বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অভয়ার মায়ের অভিযোগ, তাঁকে রাস্তায় ফেলে মারা হয়েছে। রক্ত ঝরেছে অভয়ার মা ও বাবার। এমন ভাবে মারা হয়েছে আঘাত পেয়েছেন মাথায়। ভেঙে গিয়েছে তাঁর শাঁখাও। তাঁর অভিযোগ, বাড়ি থেকে বেরনোর পর বিভিন্ন জায়গায় তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। এই প্রসঙ্গ টেনে বিজেপির অভিযোগ, অভয়াকে খুন করার পর তাঁর মা-বাবাকেও মেরে ফেলার ষড়যন্ত্র এটি। এই ঘটনার বিরুদ্ধে হাওড়া ময়দানে শাঁখা পলা দেখিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন মহিলা আন্দোলনকারীরা।



















