RG Kar Protest: আর জি করের ঘটনায় বিচারের দাবিতে পথে নামলেন এন কে পাল স্কুলের প্রাক্তনীরা
আর জি করকাণ্ডের প্রতিবাদ সভা যাদবপুরে কার্মেল হাইস্কুল, ডায়োসেশন সহ বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। পথে নেমেছেন এন কে পাল স্কুলের প্রাক্তনীরাও। গানে-ছবিতে-নাটকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে জমায়েত। গান গেয়ে, ছবি এঁকে, নাটকের মাধ্যমে প্রতিবাদে সামিল হন বিশিষ্টরা। আর জি করকাণ্ডের প্রতিবাদে দক্ষিণাপন থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল কারমেল স্কুলের প্রাক্তনীদের।
অন্তরালে রয়েছে কারা, প্রভাবশালী আবার কারা। এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড তুলে ধরে, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন দক্ষিণ কলকাতার একাধিক স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। মৌন মিছিল করে নিহত নির্যাতিতার পরিবারের জন্য বিচার চাইলেন মায়েরা। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে শুরু হয় মিছিল। গোলপার্ক ঘুরে গড়িয়াহাট ট্রাম ডিপোতেই তা শেষ হয়।



















