RG Kar Protest: "রাত দখল", "ভোর দখলে"র পর এবার "ধর্মতলা দখলে"র ডাক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্যজুড়ে রাত দখলের পর এবার ভোর দখল। শিলিগুড়ির রাস্তায় গানে-স্লোগানে প্রতিবাদে মানুষ
আরও খবর...
আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই।
রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের । পুলিশকে না জানিয়েই রাজ্য জুড়ে প্রতিবাদ, কী করব? সওয়াল কপিল সিব্বলের। আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের । পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, প্রতিবাদে তোলপাড় রাজ্যে এবার বার্তা মুখ্যমন্ত্রীর।
সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে কপিল সিব্বল। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল', এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই, জানালেন কপিল সিব্বল। চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে চালান ছিল, সওয়াল রাজ্যের।