RG Kar Protest: রাতভর ধর্না ধর্মতলায়, দিনভর মিছিলের পরে রাত জেগে প্রতিবাদে সামিল স্বস্তিকা। ABP Ananda Live
রাতভর ধর্নাস্থলে স্বস্তিকা মুখোপাধ্যায়। 'কয়েকঘণ্টা কেটে গিয়েছে আমরা রেসপন্স পাচ্ছি না। বিচারের আশা তো রয়েছে। সরকার তো আমাদেরই সরকার, অন্য লোকেদের সরকার নয়। সরকার কেন বিচার এনে দেবে না আমাদের, কবে আনবে এটাই প্রশ্ন। ওই সিভিক ভলান্টিয়ার একাই পুরো কাণ্ড ঘটিয়েছে সেটা কেউ বিশ্বাস করছে না। এই আইওয়াশ আমরা কেউ বিশ্বাস করছি না। যে মেয়েটি অত্যাচারিত হয়ে মারা গেল তার বাবা-মায়ের প্রতি তো দায়িত্ব আছে, সেই বিচারটা হোক', বললেন স্বস্তিকা।
এই রাত প্রতিবাদের, এই রাত অধিকার আদায়ের। এই রাত একসঙ্গে চোয়াল শক্ত করে বুঝিয়ে দেওয়ার, লড়াই থামবে না। প্রতিবাদের এই চেহারা কলকাতা শেষ কবে দেখেছে, মনে করতে পারছেন না কেউই। দিনবদলের দাবিতে রবিবার রাত জাগল ধর্মতলা। এক মেয়ের জন্য় বিচার চেয়ে পথ দখল করল অজস্র মেয়ে। শহরের প্রাণকেন্দ্র সাক্ষী থাকল প্রতিবাদী কণ্ঠ থেকে জন্ম নেওয়া হাজারও স্লোগানের।
আন্দোলনকারী রিমঝিম সিংহ বলেন, 'এটা থেকে বোঝা যাচ্ছে নাগরিকরা নিজের দায়িত্ব নিজেরা নিয়েছে দলের রাজনীতিতে ভরসা রাখছে না। জাস্টিস চাইতে চাইতে ক্লান্ত। অনেক হয়েছে। এবার জনগণ রাস্তায় বলছে রাস্তায় দখল, দিন দখল। রাস্তায় নেমে বিচার নেব। অনেক পার্টির ওপর ভরসা করেছি। কারও কাছে পাইনি।'