(Source: Poll of Polls)
RG Kar Student Death: এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নামল ED। ABP Ananda Live
ABP Ananda Live: CBI-এরপর এবার R G কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নামল ED। সূত্রের খবর, প্রাথমিক অনুসন্ধান করে ECIR দায়ের করেছে ওই কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে কলকাতা পুলিশের ASI অনুপ দত্তর পলিগ্রাফ টেস্টের জন্য় শিয়ালদা আদালতে আবেদন জানাল CBI.
আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর ব্যানারে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া-কলকাতা। আর এসবের মধ্য়েই CBI-এরপর এবার R G কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নামল আরেক কেন্দ্রীয় এজেন্সি ED। আর জি করো চিকিৎসককে ধর্ষণ-খুন এবং আর্থিক দুর্নীতির মামলায় টানা ১১ দিন সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্য়ালে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তও শুরু করেছে CBI। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নামল ED-ও। ECIR দায়ের করল তারা। সূত্রের খবর, কীভাবে এই দুর্নীতি হল সেই তদন্ত বর্তমানে খতিয়ে দেখছে CBI।