Mamata Banerjee:'মহিলাদের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা নিক কেন্দ্রীয় মন্ত্রিসভা', মোদিকে চিঠি মমতার
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 'দেশজুড়ে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, অনেক জায়গায় ধর্ষণ-খুনও হচ্ছে' । 'দেশে দিনে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটছে, এটা ভয়ঙ্কর, এর শেষ দরকার'। 'মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিক কেন্দ্রীয় মন্ত্রিসভা'। 'এধরনের ঘৃণ্য-নৃশংস অপরাধ রুখতে কড়া আইন দরকার'। 'ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে'। '১৫ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে'। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন মুখ্যমন্ত্রীর, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাডকো মোড় থেকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী-সমর্থকদের, আটক শুভেন্দু অধিকারী।
দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্বাস্থ্য ভবন অভিযান থেকে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। লড়াই করার জন্য আমরা রাস্তায় বেরোইনি: দিলীপ। নেতাকে গ্রেফতার করলেও আন্দোলন বন্ধ হবে না: দিলীপ। অপরাধীদের সাজা চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই: দিলীপ। অপরাধীদের আড়াল করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ।