RG Kar Update: থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের সাসপেনশন-বহিষ্কার কার্যকরী নয়, নির্দেশ হাইকোর্টের।
ABP Ananda Live: ওষুধ থেকে চিরুণি, সন্দীপ ঘনিষ্ঠ সংস্থাকেই সবকিছুর বরাত। বায়ো মেডিক্যাল ওয়েস্ট থেকে কলেজের অ্যাকাডেমিক ফান্ডের টাকা নয়ছয়। সরকারকে দেওয়া নথির ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ। এবার অমিত শাহকে চিঠি আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবার। মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা। ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ সৌগতর। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। রাজ্য স্তরে টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি। মুখ্যসচিবের নেতৃত্বে ১১জনের দলে ৫জন ছাত্র প্রতিনিধি। থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের সাসপেনশন-বহিষ্কার কার্যকরী নয়। রাজ্যের নির্দেশ ছাড়া ৫ অক্টোবরের কার্যকর নয় সিদ্ধান্ত। নির্দেশ হাইকোর্টের। জেপিসির বৈঠকে তুলাকালাম, একদিনের জন্য কল্যাণ 'সাসপেন্ড'। অভিজিতের সঙ্গে বচসা, কাচের বোতল ভেঙে চেয়ারম্যানের দিকেই ছোঁড়ার অভিযোগ। হাত কাটল নিজেরও।