RG Kar Update: সর্বোচ্চ শাস্তি না যাবজ্জীবন কী সাজা হবে দোষী সাব্যস্ত সঞ্জয়ের? সোমবার সাজা ঘোষণা।
ABP Ananda live: আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা শিয়ালদা কোর্টের। কী সাজা হবে দোষী সাব্যস্ত সঞ্জয়ের? অপরাধ প্রমাণিত। সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার আর জি কর মামলায় সাজা ঘোষণা। ১২ মিনিটেই দোষী সাব্যস্ত সঞ্জয়। ফাঁসানো হয়েছে, রায় শুনে চিৎকার সঞ্জয়ের। CBI যা প্রমাণ দিয়েছে, তাতে আপনিই দোষী, শাস্তি পেতেই হবে, যা বলার সোমবার বলবেন। মন্তব্য বিচারকের। IPS যা বলেছেন করেছি, আমি কিছু করিনি। ধর্ষণ করলে রুদ্রাক্ষের মালা ছিড়ল না কেন! বাঁচতে কোর্টে কাকুতি-মিনতি দোষী সঞ্জরের। রায়ে সন্তুষ্ট হলেও CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের রাজপথে মিছিল। একা সঞ্জয় নয়, বাকিদেরও শাস্তি চাই, সরব নির্যাতিতার পরিবার থেকে চিকিৎসকরা।



















