Rituparna Sengupta: 'একটি অ্য়াকাউন্টের স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল, দিয়ে দিয়েছি', বললেন ঋতুপর্ণার আইনজীবী
ABP Ananda Live: রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam) আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED (ED On Rituparna Sengupta)। প্রায় ৫ ঘণ্টা পর ED দফতর থেকে বেরোলেন ঋতুপর্ণা। তিনি বেরিয়ে বলেছেন, 'দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই।'
রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে ED। CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়।রেশন দুর্নীতি মামলায় ভোটের ফল প্রকাশের পরের দিন, ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এই ব্যাপারে আমি যোগ্য নই কথা বলার, এই কারণে যে যাদের যোগ্যতা আছে এই ব্য়াপারে কথা বলার, তারাই, তাদের সাথে কথা বলবেন। এবং নিশ্চয়ই সবরকমের উত্তর দিতে আমরা প্রস্তুত।' ইডি সূত্রে দাবি,রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম।