Sabuj Manch : পরিবেশপ্রেমী বিভিন্ন মানুষকে এক ছাদের তলায় আনতে বিশেষ উদ্যোগ সবুজ মঞ্চ সংগঠনের
ABP Ananda LIVE : কোথাও ভরাট করা হচ্ছে জলাশয়।কোথাও চলছে সবুজ নিধন। কখনও শব্দবাজি কাড়ছে প্রাণ। পরিুবেশের তোয়াক্কা না করে চলছে রমরমিয়ে দূষণ। সেই কাজে বাধা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন পরিবেশ কর্মীরা। এই আবহেই পরিবেশরক্ষায় একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিল সবুজমঞ্চ। এদিন রামমোহনমঞ্চে আয়োজিত হল একটি বিশেষ সেমিনার। সেই সেমিনারে উঠে এল পরিবেশরক্ষার গুরুত্বসহ বিভিন্ন বিষয়। এই সেমিনারে পরিবেশ কক্ষায় রাজ্যজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয় ।
আরও খবর...
স্বাধীনতা দিবসের আগেই ছুটবে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল, কখন পাবেন ট্রেন? কোন কোন স্টেশনে থামবে?
শীততাপ লোকাল ট্রেন চালু হচ্ছে শিয়ালদায়, এই তথ্য এখন প্রায় সকলেরই জানা। এবার এসি লোকাল ট্রেনের সময় অর্থাৎ টাইম টেবিল প্রকাশ করল পূর্ব রেল। শিয়ালদা থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত চলবে এই এসি লোকাল ট্রেন। প্রেস বিবৃতিতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ১৫ অগস্টের আগেই AC EMU পরিষেবা বাণিজ্যিক ভাবে চালু হবে।



















