Sajal Ghosh: কাল বিসর্জন যাত্রা নয়, হবে পরিবর্তন যাত্রা, হুঙ্কার সজল ঘোষের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাল সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন । কাল বিসর্জন যাত্রা নয়, হবে পরিবর্তন যাত্রা, হুঙ্কার সজল ঘোষের । পরিবর্তন যাত্রায় চাকরিহারা, ডিএ আন্দোলনকারী, বিচার না পাওয়া মানুষদের সামিল হতে আহ্বান । পরিবর্তন যাত্রায় বিনাশ হোক বাংলার অসুর, কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের । 'বাংলার অসুর শক্তির বিনাশ হোক, হবে পরিবর্তন যাত্রা' । বাংলায় অনেক কয়লা অসুর, চাকরি চোর অসুরে ভর্তি' । 'এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসাবে তুলে ধরব' । 'এই নিরঞ্জন যাত্রার মধ্যে দিয়ে বাংলার মানুষের পরিবর্তন হবে' । মে মাস থেকে পুলিশ চিঠি পাঠিয়েছে'। পদে পদে পুজোয় বাধা দিয়েছে পুলিশ ও রাজ্য সরকার'
আরও খবর....
দশমীর রাতে 'মত্ত' পুলিশ অফিসার, শ্রীরামপুরে তোলপাড়। ট্রাফিক ইন্সপেক্টরের আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী, ভাইরাল ভিডিও। অভিযুক্ত পুলিশ অফিসারকে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ অফিসারকে সরিয়ে নিয়ে যান অন্য পুলিশকর্মীরা। ডিউটি থেকে সরিয়ে ক্লোজ করা হল অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে।
ডোমকলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা । মজুত রাখা বোমা ফেটে বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের । মহিলাকে ডোমকল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা । নিহত মহিলার স্বামীকে আটক করেছে পুলিশ
কীভাবে এখানে বোমা এল? খতিয়ে দেখছে পুলিশ । ডোমকলের কামুরদিয়ার ঘটনায় চাঞ্চল্য




















