Samik Bhattacahrya: স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট করানো কমিশনের চ্যালেঞ্জ | BJP News
ABP Ananda LIVE: স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট করানো কমিশনের চ্যালেঞ্জ । 'তৃণমূলের চিহ্নিত বোমাবাজ, পুলিশকে বাঁচানোর দায়িত্ব রাজ্যপালের' । ছাব্বিশের ভোটে ক্ষমতায় আসার দাবিতে হুঙ্কার শমীক ভট্টাচার্যের
নিউ ব্যারাকপুরে জিম ট্রেনারের বিরুদ্ধে ফ্ল্যাটে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ! পালাতে চেষ্টা করতেই..
কসবাকাণ্ড, জোকা IIM-সহ একের পর এক ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। তারই মাঝেই নিউ ব্যারাকপুরে জিম ট্রেনারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ। বাধা দিলে তরুণীকে মারধরের অভিযোগ জিম ট্রেনারের বিরুদ্ধে। বাধা দিলে মেরে বন্ধুর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মত্ত অবস্থায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পালাতে চেষ্টা করলে দরজা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা তরুণী। ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক জিম ট্রেনার।

















