TMC News : সন্দেশখালির সভায় ২০০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ, কী বললেন TMC বিধায়ক ?
ABP Ananda LIVE: সন্দেশখালিতে শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের। গত সপ্তাহে কানমারি মাঠে শ্রদ্ধাঞ্জলী সভা বিরোধী দলনেতার। আজ পাল্টা সভা তৃণমূলের বীরবাহা হাঁসদা, সুজিত বসুদের। সভায় ২০০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ, দাবি তৃণমূলের। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা তৃণমূলেরই কর্মী, পাল্টা দাবি শুভেন্দুর।
পুণেয় ভেঙে পড়ল সেতু, মৃত একাধিক, আহত বহু, ২৫ থেকে ৩০ জনের ডুবে যাওয়ার আশঙ্কা, মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে !
পুণের ইন্দ্রায়নী নদীর ওপর সেতুর একাংশ ভেঙে পড়ে। উত্তাল নদীতে ভেসে গেলেন ২৫-৩০ জন পর্যটক। কয়েকজন পর্যটকের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুণ্ডমালা পারাপার করার জন্য সেতুর একাংশ ভেঙে পড়ে মৃত একাধিক। সেতুর ওপর ছিলেন বেশ কয়েকজন পর্যটক। শেষ অবধি পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে NDRF-এর ২টি দল। পুরনো জরাজীর্ণ সেতুতে কীভাবে এত পর্যটক ওঠার অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুণেতে সেতু ভেঙে পড়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'পর্যটকদের তলিয়ে যাওয়ার খবর হৃদয়বিদারক। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই', প্রশাসনের কাছে দ্রুত উদ্ধারের আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা। কিন্তু মনে রাখতে হবে, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাষ, সেটা কিন্তু বিজেপির আছে। যখন কলকাতায় পোস্তা উড়ালপুর ভেঙে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, অ্যাক্ট অব ফ্রড। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন, বিজ্র ভেঙে পড়া বা গুজরাতের দুর্ঘটনা অ্যাক্ট অব ফ্রড।আমরা সবসময়েই মানি দুর্ঘটনা মানে দুর্ঘটনা, দুর্ঘটনা নিয়ে রাজনীতিটা তো বিজেপি করে, আর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বাণী আছে। তাহলে আশা করি মহারাষ্ট্রের ঘটনাতেও প্রধানমন্ত্রী একই কথা বলবেন।'



















