Sandeshkhali News: সন্দেশখালি থানা এলাকা থেকে উদ্ধার ৯ কোটি টাকার জাল নোট
ABP Ananda LIVE: সন্দেশখালি থানা এলাকা থেকে উদ্ধার ৯ কোটি টাকার জাল নোট। ধামাখালি ফেরিঘাট থেকে উদ্ধার জাল নোট। জাল নোট উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২ জন। ধৃতদের নাম সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী। বড় ধরনের অপরাধ সংগঠিত করার উদ্দেশেই জড়ো হয়েছিল ধৃতরা, অনুমান পুলিশের।
বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।



















