Saraswati Puja : নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও চলছে পুলিশ পাহারায় সরস্বতী পুজো
ABP Ananda Live: নন্দীগ্রামের সীতানন্দ কলেজেও চলছে পুলিশ পাহারায় সরস্বতী পুজো। পুজোর ব্রতী কে থাকবে, তা নিয়ে সংঘাতের জেরে এই পদক্ষেপ। ABVP ও TMCP-র মধ্য়ে ব্রতী কে হবে, তা নিয়ে সংঘাত। হাইকোর্টের নির্দেশে, সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো চলছে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। আজ বিদ্যার দেবীর আরাধনায় হরিণঘাটার স্কুলে নামল র্যাফ, লাঠিধারী পুলিশ। গতকাল যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা নিয়ে দিনভর টানটান উত্তেজনা ছিল। আজ হরিণঘাটার স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে তুমুল ভিড়।
গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্যের
গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে সতর্ক রাজ্য সরকার। সমস্ত হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, গতকাল দু’ দফায় ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে জানতে চাওয়া হয়, গিয়ান ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা কত, রোগীদের শারীরিক অবস্থা কেমন। হাসপাতালে নিউরোলজি বিভাগে অন্তত ২টি CCU বেড, শিশুদের জন্য পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ২টি বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে।



















