Sealdah Train Update: দুঃসহ গরমে ট্রেনে বাদুড়ঝোলা ভিড়, শিয়ালদা শাখায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে
শিয়ালদা শাখায় নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। দুঃসহ গরমে ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। সম্প্রসারণের কাজের জন্য বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। কাল দুপুর পর্যন্ত বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। বাতিল বহু লোকাল, শতাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় সপ্তাহের শেষেও চরম ভোগান্তিতে নিত্য় যাত্রীরা। কাল দুপুর পর্যন্ত বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। ফলে শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। দেরিতে ঢুকছে ট্রেন। বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করছে। ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। সম্প্রসারণের কাজ শেষ হলে জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা।