এক্সপ্লোর
Second Hooghly Bridge : 'ফ্রান্স থেকে এসে পৌঁছয়নি অত্যাধুনিক যন্ত্র', আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু
রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ সূত্রে খবর, ফ্রান্স থেকে এসে পৌঁছয়নি সেতুর রোপ পরীক্ষার অত্যাধুনিক যন্ত্র। কলকাতা পুলিশের তরফে বিকল্প তারিখ দেওয়া হয়েছিল ৬ ও ৭ মে। কিন্তু ওই সময়ের মধ্যেও ফ্রান্স থেকে যন্ত্র আদৌ এসে পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই কারণে এখনই বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। এর আগে নির্দেশিকায় জানানো হয়, রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য ২৯ ও ৩০ তারিখ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।
জেলার
বারুইপুরে খুলে গেল অঞ্জলি জুয়েলার্সের ৩১ তম শাখা, সেই উপলক্ষ্য়ে রয়েছে একগুচ্ছ অফার
আরও দেখুন
Advertisement





















