Murshidabad News: 'কেন্দ্রে লুঠ চালাচ্ছে বিজেপি, রাজ্যে তৃণমূলের দুর্নীতি', আক্রমণ সেলিমের
ABP ANANDA LIVE: চাকরি বাতিল থেকে আর জি কর কাণ্ড, তৃণমূলকে নিশানা সিপিএমের । রাজ্যে চোর-ডাকাতের সরকার চলছে' 'কেন্দ্রে লুঠ চালাচ্ছে বিজেপি, রাজ্যে তৃণমূলের দুর্নীতি' । 'নিয়োগে দুর্নীতির পাহাড়, সুপ্রিম কোর্ট মুখে ঝামা ঘষে দিয়েছে' '২৬ হাজার লোকের চাকরি খেয়েছে' । 'আর জি করে ধর্ষণ করে খুন হয়েছে' । কলকাতা পুলিশ ও সিবিআই একলাইনে দাঁড়িয়ে গেল' তৃণমূল সরকারের সমস্ত দফতরে দুর্নীতি, আক্রমণ সেলিমের
আরও খবর...
জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও ১ জনকে। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল ৪। এর মধ্য়ে ৩ জন ভিন জেলা থেকে গ্রেফতার হলেও, প্রত্যেকেই মুর্শিদাবাদের পুরনো বাসিন্দা। এদিকে, হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করল নিহতদের পরিবার।
মুর্শিদাবাদকাণ্ডে নাটক করছে তৃণমূল-বিজেপি। স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। মমতার দয়ায় বাংলায় আরএসএস, আক্রমণ বামেদের। বিচারবিভাগীয় তদন্তের দাবি।
ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল। একযোগে আইএসএফ, বিজেপিকে নিশানা সওকত-সায়নীর। পাল্টা আক্রমণ নৌশাদ-শমীকের।





















