Fake Medicine: পকেটমাররা এরকম প্রতিযোগিতা করে না যেরকম আজকে ওষুধের রিটেলারের সঙ্গে করছে: কুণাল সরকার
ABP Ananda Live: 'এখন একেবারে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে সেই চুরি-ডাকাতির হাপ্তা খাওয়া ব্যাবসাটা এখন মেডিসিনে চলছে। পকেটমাররা পকেটমারের সঙ্গে এরকম প্রতিযোগিতা করে না যেরকম আজকে ওষুধের রিটেলের সঙ্গে করছে'। বললেন কুণাল সরকার।দেশজুড়ে ভেজাল ওষুধের রমরমা! আপনার ওষুধ জাল নয় তো? গত একবছরে দেশজুড়ে ফেল ৯৭৬টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে টেস্টে ফেল করা ওষুধের ৩১ শতাংশই এ রাজ্যের। স্যালাইন থেকে ইঞ্জেকশন, ভ্যাকসিন, প্যারাসিটামল, ফেল নামী দামি ব্র্যান্ডের বহু ওষুধ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত ওষুধের ৩০২টি নমুনাই ফেল । কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল NRS-এর স্টোরে থাকা পালমোসিল ইঞ্জেকশনও। মার্চ, ২০২৪: সারা দেশে ৫৮টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩২টি ওষুধ। এপ্রিল, ২০২৪: সারা দেশে ৫৯টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৪টি ওষুধ। মে, ২০২৪: সারা দেশে ৫৫টি ওষুধ ফেল, বাংলায় ফেল ২২টি ওষুধ। জুন, ২০২৪: সারা দেশে ৫২টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৩টি ওষুধ। জুলাই, ২০২৪: সারা দেশে ৬১টি ওষুধ ফেল, বাংলায় ফেল ১২টি ওষুধ। অগাস্ট, ২০২৪: সারা দেশে ৭০টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৩টি ওষুধ। সেপ্টেম্বর, ২০২৪: সারা দেশে ৬৪টি ওষুধ ফেল, বাংলায় ফেল ৩৫টি ওষুধ।


















