Himanta Biswa Sarma: অসমের মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বাংলা-বিদ্বেষের মারাত্মক অভিযোগ নিয়ে সরব তৃণমূল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিজেপি শাসিত অসমের মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বাংলা-বিদ্বেষের মারাত্মক অভিযোগ উঠেছে। একটি ভিডিও-এ শোনা যাচ্ছে, তিনি বলছেন, অনুপ্রবেশকারী মুসলিমরা বরাবরই মাতৃভাষা বাংলা বলেই লিখে এসেছে। এখানে নতুন করে ভয় দেখানোর কোনও বিষয় নয়। বিজেপি শাসিত অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য়, বাংলাভাষীদের অপমানের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এরইমধ্য়ে নিজের বক্তব্য়ের ব্য়াখ্য়া দিয়ে মঙ্গলবার X পোস্টে অসমের মুখ্য়মন্ত্রী লেখেন, অসম কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। আমার মন্তব্য়কে বিকৃত করে, আমাকে বাঙালি বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল। এটা আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের রক্ষা করার মরিয়া চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। যাদের উপস্থিতি আমাদের জাতির জনসংখ্যাগত কাঠামোকে পরিবর্তনের হুমকি দেয়। অসমের মুখ্য়মন্ত্রীর এই পোস্টকে রিপোস্ট করে, শুভেন্দু অধিকারী, X পোস্ট করেছেন।


















