Kaliganj News: কালীগঞ্জকাণ্ডে মূল অভিযুক্তের বাড়ির পিছন থেকে উদ্ধার সকেট বোমা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কালীগঞ্জে ফের উদ্ধার বোমা । কালীগঞ্জকাণ্ডে মূল অভিযুক্ত আনোয়ার শেখ ও গাওয়াল শেখের বাড়ির পিছন থেকে উদ্ধার সকেট বোমা । উদ্ধার সকেট বোমা ভর্তি ব্যাগ ও ড্রাম ঝোপের আড়ালে লুকোনো ২টি প্লাস্টিকের ড্রাম ও ২টি ব্যাগভর্তি বোমা উদ্ধার । এলাকায় সন্ত্রাস চালাতেই বোমা মজুত, অভিযোগ স্থানীয়দের । কালীগঞ্জে তৃণমূলের জয়োল্লাস থেকে ছোড়া বোমায় ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর অভিযোগ
আরও খবর...
সপ্তাহের প্রথম দিন মেট্রোয় ভোগান্তি। জল জমার সমস্যা মেটার পর ২২ মিনিট পর বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ। সকাল ১১টা ২০-তে বেলগাছিয়া স্টেশনে দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দেন এক যুবক। তার জেরে আপাতত নিউ গড়িয়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। এর আগে চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে জল ঢুকে যাওয়ায় সকাল ৯টা থেকে মেট্রো চলাচল ব্যাহত হয়। নিউ গড়িয়া থেকে ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
সকাল ১০টা ৫৮-য় পরিষেবা স্বাভাবিক হওয়ার পর, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা।


















