Beleghata News: বেলেঘাটায় মাকে মারধর করে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ABP Ananda LIVE: এবার বেলেঘাটায় মাকে মারধর করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে । বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে বাড়ির দোতলায় ঘরে উদ্ধার বৃদ্ধা মৃতের নাম নন্দিতা বসু, বৃদ্ধার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুলিশ সূত্রে খবর । এনআরএস মেডিক্যালে বৃদ্ধাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা । ছেলের মারধরে মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । বৃদ্ধার ছেলে মৈনাক বসুকে আটক করেছে পুলিশ
এবার বেলেঘাটায় মাকে মারধর করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে বাড়ির দোতলায় ঘরে উদ্ধার বৃদ্ধা। মৃতের নাম নন্দিতা বসু, বৃদ্ধার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুলিশ সূত্রে খবর। এনআরএস মেডিক্যালে বৃদ্ধাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ছেলের মারধরে মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বৃদ্ধার ছেলে মৈনাক বসুকে আটক করেছে পুলিশ।
আর জি কর দুর্নীতিকাণ্ডে সিঁথিতে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই। তৃণমূল বিধায়কের সিঁথির বাড়িতে সিবিআইয়ের ২ অফিসার
বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। রাস্তায় ফেলে আঁকার শিক্ষককে বেধড়ক মারধর। নিমতা থেকে গ্রেফতার ১ তরুণী, এখনও অধরা বাকি অভিযুক্তরা। 'বেলঘরিয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে মদ খাচ্ছিলেন ৫ যুবক ও ১ তরুণী', প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর, অভিযোগ শিক্ষকের। রাস্তায় ফেলে শিক্ষককে কিল-চড়-ঘুষি, CCTV ফুটেজে ধরা পড়েছে ছবি। নিমতা থেকে এসেছিলেন ওই তরুণী ও ৫ যুবক, পুলিশ সূত্রে খবর ।

















