TMC News: ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে ম্যাসাজ! সোনারপুরে যুব নেতার বিরুদ্ধে তৃণমূূল কাউন্সিলরই সরব
ABP Ananda Live: ইউনিয়ন রুমের মধ্য়েই এক তৃণমূল ছাত্র পরিষদের নেতার মাথা ম্যাসাজ করছেন, এক ছাত্রী! সোনারপুর মহাবিদ্য়ালয়ের এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গেছে রাজনীতিতে! কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা ম্য়াসাজের অভিযোগ উঠেছে প্রতীককুমার দের বিরুদ্ধে। যিনি সোনারপুর মহাবিদ্য়ালয়ে তৃণমূল ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর। রাজপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও! আর তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ভিডিও ভাইরাল হতেই দলেরই যুব নেতার বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার। তিনি বললেন, আমি অবাক হচ্ছি না। কেননা আমি জানি, আমি জানতাম তার কী চরিত্র, সে কতটা কী করতে পারে। বছর দেড়েক আগে এই প্রতীককুমার দে-র বিরুদ্ধেই সরব হয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূল কাউন্সিলের দাবি, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযুক্তের দলে প্রোমোশন হয়। তাঁর কথায়, 'যুব ছিল সঙ্গে ছাত্র অ্য়াড হয়েছে'। যদিও ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে যুব তৃণমূল নেতা প্রতীক দে-র দাবি করেছেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিওটা বানানো। ছাত্রীর দাবি ভিডিওটি ফেক। এই ঘটনায়, বারবার ফোন করেও প্রতিক্রিয়া মেলেনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর।
RG করের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার, 'আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার?..'
আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মঙ্গলবার রাজ্য সরকার, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। পাল্টা অভয়ার পরিবারের আইনজীবী প্রশ্ন করেন, রাজ্য সরকার কী লুকোতে চাইছে? ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, এখনও সুবিচার পাননি তাঁরা!এই প্রেক্ষাপটে, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। CRPC বা BNS-এ এই সংস্থান নেই।


















