Soumendu Adhikari: কাঁথি পুরসভায় দুর্নীতির অভিযোগে শুরু প্রশাসনিক তদন্ত, সৌম্যেন্দু অধিকারী যখন পুরপ্রধান ছিলেন, সেই পর্বের একাধিক নথি যাচাই। Bangla News
পুরভোট জল্পনার মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায় (Contai Municipality) দুর্নীতির অভিযোগে শুরু হল প্রশাসনিক তদন্ত। প্রশাসন সূত্রে খবর, সৌম্যেন্দু অধিকারী (Soumanedu Adhikari) যখন পুর প্রধান ছিলেন সেই পর্বের একাধিক নথি যাচাই চলছে। পুরসভার কাগজপত্র থেকে রাস্তার আলো, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে সবই।
পাঁচ বছর তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌম্যেন্দু অধিকারী। গত বছর জুলাই মাসে কাঁথি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। গত বছর ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরই সৌম্যেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগে গত পয়লা জানুয়ারি দাদা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন সৌম্যেন্দু।
প্রশাসন সূত্রে খবর, শুভেন্দু অধিকারী পরিবহণমন্ত্রী থাকাকালীন কাঁথি পুরসভাকে হাই-মাস্ট লাইটের জন্য অর্থ বরাদ্দ করেছিল পরিবহণ দফতর। সেখানে টেন্ডারের তুলনায় কম সংখ্যক আলো লাগনোর অভিযোগ উঠেছে। তাছাড়া গ্রিন সিটি মিশন প্রকল্পে কাজ না করেই বরাদ্দ অর্থ তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, নবান্নর নির্দেশে তদন্ত চলছে। অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে গঠিত হয়েছে তদন্ত কমিটি। নজরদারির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন, কাঁথি পুরসভার কাজে বেনিয়মের অভিযোগ মিলেছে। তারই তদন্ত হচ্ছে। এ বিষয়ে কাঁথি পুরসভার প্রশাসকের বক্তব্য, অতিরিক্ত জেলাশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিধি দল পুরসভায় এসেছিলেন। তাঁরা কিছু নথি চেয়েছিলেন। পুরসভার পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
দুর্নীতির অভিযোগ এবং তদন্তের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে সৌমেন্দু অধিকারীকে ফোন করা হলে, জানান এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।