Kultali News: কুলতলির 'টানেল ম্যান'-এর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। ABP Ananda Live
ABP Ananad Live: কুলতলির 'টানেল ম্যান'-এর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। কেওড়াখালিতে সাদ্দামের পুরনো বাড়ি থেকে উদ্ধার অস্ত্র। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২টি নকল সোনার মূর্তি। ধৃত সাদ্দামকে জেরায় দ্বিতীয় বাড়ির হদিশ ১৫ জুলাই কুলতলিতে সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার-সহ বাকিরা। উত্তরবঙ্গ নিয়ে ফের বিজেপির নতুন কৌশল? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এমনটা করলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের জন্য় আরও বেশি টাকা পাওয়া যাবে। পাল্টা এনিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। কখনও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য়, কখনও কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন, বিজেপির বিভিন্ন নেতা। এবার উত্তরবঙ্গ নিয়ে নতুন প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার।