Tiger Fear: 'ভীষণ আতঙ্কে আছি আমরা। রাতে তো বের হতে পারি না ভয়ে', বললেন স্থানীয় বাসিন্দা
ABP Ananda Live: মৈপীঠের নগেনাবাদের পাশে রয়েছে মাকড়ী নদী, আর ওপারে আজমলমারীর জঙ্গল।মৈপীঠ বাসিন্দা মধুসূদন নন্দী বলেন , 'ভীষণ আতঙ্কে আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাতে তো বের হতে পারি না ভয়ে।' সোমবার, সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা, তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে দক্ষিণরায়ের বাহনের।জঙ্গলের আলো-আঁধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই, মুহুর্তের মধ্যে এক অস্থায়ী বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ।
মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘের মুখে বনকর্মী। বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে। গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী। সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।


















