Sonarpur: সোনারপুরে নির্মীয়মাণ বহুতলের জন্য আশেপাশের বাড়িতে ফাটল!। Bangla News
বউবাজারের পর এবার রাজপুর-সোনারপুর পুর এলাকায় ফাটল-আতঙ্ক। ২৪ নম্বর ওয়ার্ডের চৌহাটি এলাকায় স্কুল এবং আশপাশের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে। বহুতল নির্মাণের জেরে ফাটল বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নির্মীয়মাণ বহুতলে মেশিন চালু হলেই বাড়ি কাঁপছে বলে তাঁদের অভিযোগ। লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান। পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পরিদর্শন করে রিপোর্ট দিলে পুরসভা যথাযথ ব্যবস্থা নেবে বলে তাঁর আশ্বাস। সোনারপুর ফাটল-বিপর্যয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, নির্মীয়মাণ সংস্থার সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন সোনারপুর থানার আইসি। তৃণমূল কাউন্সিলরের এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, পুলিশের কাজ অভিযোগ নেওয়া, সালিশি করা নয়। পুরসভা ও পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও।