Kultali incident: নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ! ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নকল সোনা বিক্রি করে প্রতারণাচক্র, অভিযুক্তের বাড়িতে সুড়ঙ্গ! অভিযুক্ত সাদ্দামের খাটের নীচে সুড়ঙ্গ, ঢুকলেই খাল দিয়ে পগারপার! মাতলা নদীর সংযোগকারী খালে তৈরি ডিঙি, সেই পথেই উধাও! কুলতলিতে প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে হদিশ মিলল সুড়ঙ্গের! অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলা, গুলিও চলার অভিযোগ। হামলার অভিযোগে ২ মহিলা গ্রেফতার, মূল অভিযুক্ত সাদ্দামের ঘরে তালা। খাট সরালেই সুড়ঙ্গ, ৫০ ফুট এগোলেই খাল, সেই পথেই উধাও!
বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।