SSC Case : 'অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে', দাবি তুলছেন আক্রান্ত চাকরিহারারা
ABP Ananda LIVE : 'অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ্যে আনতে হবে', দাবি তুলছেন আক্রান্ত চাকরিহারারা। কসবা কাণ্ডে পুলিশের ভূমিকায় কী বলছেন তাঁরা ? কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। চাকরিহারাদের বাধা পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম। চাকরি চাইতে গিয়ে মিলল পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ একাধিক শিক্ষক। লাঠির আঘাতে মাটিতে পড়ে যান চাকরিহারাররা।
Bratya Basu : 'সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়', অভিজিৎ না-আসায় কবিতা-খোঁচা ব্রাত্যর
মঙ্গলবারই ঠিক হয়েছিল নির্ঘণ্ট। এদিন ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে ঠিক হয় যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে বুধে শিক্ষামন্ত্রীর কাছে যাবেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য বসু মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই নির্ঘণ্ট নির্ধারণ হয়। তবে শেষমেষ হল না সাক্ষাৎ। বুধবার বিকাশভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা থাকলেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলেন না। কারণ এদিন বেলা যত গড়িয়েছে বদলেছে পরিস্থিতি। ডিআই অফিসে চাকরিহারাদের ওপর দেদার লাঠি চালিয়েছে পুলিশ। আর তারপরই অভিজিৎ জানিয়ে দেন, এই পরিস্থিতিতে তিনি আর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন না।






















