SSC Case: পুলিশের মার খেয়েও চাকরি ফেরত চেয়ে ফের পথে শিক্ষকরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল
ABP Ananda Live: SSC-র চাকরিপ্রার্থীকে পুলিশের লাথি, লাঠি ও গলাধাক্কার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য়। কলকাতা থেকে জেলা, দিকে দিকে আছড়ে পড়ল প্রতিবাদ। চাকরিহারাদের হয়ে গর্জে উঠলেন চিকিৎসক-শিল্পীরাও। বুধবারের ঘটনা কাউকে মনে করিয়ে দিয়েছে জালিয়ানওয়ালাবাগের জেনারেল ডায়ারের কথা। কেউ বলছেন, নির্দিষ্ট কোনও শিক্ষককে নয়, সমগ্র শিক্ষককুলের বুকে মারা হয়েছে। গতকালের ঘটনার প্রতিবাদে আজ সরব হয়েছিল বিরোধী দলগুলিও। ফুটবল খেলার মতো লাথি মেরেছে পুলিশ। মন্তব্য করলেন দিলীপ ঘোষ। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থেকে চাকরিহারাদের দিকেই আঙুল তুলে আসছে শাসকদল। চাকরি-সমস্যাটা, এটা সুপ্রিম কোর্ট জনিত সমস্যা, DI অফিসে গেছেন কেন? বললেন কুণাল ঘোষ।
হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে, আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া?
ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। ১০ থেকে ১৪ এপ্রিল, উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবন রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা সমুদ্রতল থেকে উপরে, ৩.১ কিলোমিটার থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে রয়েছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর, যা সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার ঊর্ধ্বে রয়েছে। উপযুক্ত বায়ুর ধরন এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার জেরে ১০ থেকে ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।



















