SSC Scam: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি নোটিস স্বেচ্ছাসেবী সংস্থার
ABP Ananda Live: নেতাজি ইন্ডোরের সভায় চাকরি বাতিল প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠাল 'আত্মদীপ' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সোমবার চাকরিহারাদের আশ্বস্ত করতে তিনি বলেন, 'আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেড, D রেডি এবং E রেডি রয়েছে। আপনি আপনার কাজ করুন না, কে বারণ করেছে! একথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। মনে রাখবেন বিকল্প যা করার আমরা করব।' পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি।' স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জনৈক আইনজীবী সিদ্ধার্থ দত্তর পাঠানো নোটিসে বলা হয়েছে, এই বক্তব্য ইচ্ছাকৃত, পরিকল্পিত, সুচিন্তিত আক্রমণ এবং অবমাননাকর। মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনও কর্তৃপক্ষ, সরকার, মন্ত্রী কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না। নিঃশর্ত ক্ষমা না চাইলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিসে।
হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে, আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া?
ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। ১০ থেকে ১৪ এপ্রিল, উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবন রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা সমুদ্রতল থেকে উপরে, ৩.১ কিলোমিটার থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে রয়েছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর, যা সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার ঊর্ধ্বে রয়েছে। উপযুক্ত বায়ুর ধরন এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার জেরে ১০ থেকে ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।


















