SSC Case : প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় কার ? জালে হেভিওয়েটরা। চাকরি যাওয়ার দায় নেবে কে ?
ABP Ananda LIVE : তৎকালীন শিক্ষামন্ত্রী, SSC-র চেয়ারম্য়ান থেকে মধ্য়শিক্ষা পর্ষদের সভাপতি। স্কুলে নিয়োগ দুর্নীতির জেরে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হতে হয়েছে, তৃণমূল সরকারের শিক্ষা দফতরের মাথাদের। বিরোধীদের দাবি, এটা যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি না হয়, তাহলে আর কোনটা হবে! পাশাপাশি, প্রশ্ন উঠছে, প্রতিষ্ঠানের ওপর থেকেই যদি আস্থাটা টলে যায়, তাহলে কোথায় যাবেন চাকরিপ্রার্থীরা?
SSC News: ২৬ হাজার চাকরি বাতিল
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে, SSC-র দুহাজার ষোলো সালের পুরো প্য়ানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলল, "বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, আর সেটা ধামাচাপা দিতে গিয়ে, অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে নিয়োগপ্রক্রিয়া।'' যদিও রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।




















