SSC News: 'আমরা সিস্টেমের শিকার, আমরা নির্বাচিত সরকারে বিশ্বাস করি', বললেন সুমন বিশ্বাস
ABP Ananda Live: 'আমরা আইনে বিশ্বাস করি, সরকারে বিশ্বাস, সেই জন্যই পরীক্ষায় বসা। এই এসএসসি এত নির্লজ্জ অযোগ্যদের তালিকা প্রকাশ করে বলছে যে আরও আছে। শুধু নিজেদের চাকরি চুরির দায় মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া', বললেন সুমন বিশ্বাস।
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও বিজেপি জোট শাসিত বিহার থেকে এরাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গের কোচবিহারে ধরা পড়েছে এমনই ছবি। প্রায় ৯ বছর পর রাজ্যে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কোচবিহার জেলার ৩০ টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী বসছেন এই পরীক্ষায়। এদিন সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েছে কড়া নিরাপত্তা ব্য়বস্থা। পুলিশসূত্রে খবর, প্রতি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১জন পুলিশ আধিকারিক ও ৪ জন করে পুলিশকর্মী।



















