SSC News: SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় তল্লাশি, পালানোর সময় ধরা পড়লেন বড়ঞার তৃণমূল বিধায়ক
ABP Ananda LIVE: সিবিআই-এর পর এবার জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডি হানা। SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় তল্লাশি। পালানোর সময় ধরা পড়লেন বড়ঞার তৃণমূল বিধায়ক। আনা হল কলকাতায়।
'পরীক্ষা কি একটা পিকনিক নাকি...?' কলেজ অধ্যক্ষদের চিঠি প্রসঙ্গে প্রশ্ন শান্তা দত্তর
২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা পিছোতে এবার কলেজ অধ্যক্ষদের চিঠি। একাধিক অধ্যক্ষের চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে-কে। কলেজ স্ট্রিটে গেটের বাইরে মঞ্চ বেঁধে ভারপ্রাপ্ত উপাচার্যকে বেনজির কটূক্তি TMCP-র। চাপের মুখেও ২৮ অগাস্ট পরীক্ষাতেই অনড় ভারপ্রাপ্ত উপাচার্য। পরীক্ষা পিছনো সম্ভব নয়, জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। ৩০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নির্বিঘ্নে করতে পুলিশকে চিঠি। কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের চিঠি ভারপ্রাপ্ত উপাচার্যের।

















