SSC News | এবার বিজেপির নতুন রাজ্য সভাপতির দ্বারস্থ চাকরিহারারা | Teacher Protest | ABP Ananda
ABP Ananda LIVE : এবার বিজেপির নতুন রাজ্য সভাপতির দ্বারস্থ চাকরিহারারা। সল্টলেকে বিজেপি দফতরের চাকরিহারাদের একাংশ। শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ চাকরিহারাদের।
ফের টেক অফের আগে বিমানে বিপত্তি। উড়ানের ঠিক আগেই বিকল ফ্ল্যাপ। শনিবার ভোরে কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। শুক্রবার রাতে ব্যাঙ্কক যাওয়ার ফ্লাইট SL243 কলকাতা ছেড়ে যাওয়ার কথা ছিল। বিমানের ভিতরে এসি বন্ধ ছিল, অভিযোগ যাত্রীদের। অবশেষে ভোর সাড়ে পাঁচটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামানো হয়। আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা।
কসবাকাণ্ডে ৪ অভিযুক্ত ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত, খবর পুলিশ সূত্রে। পিনাকী বন্দ্যোপাধ্যায় ছাড়াও, মর্নিং শিফটে থাকা নিরাপত্তারক্ষীরও মোবাইল বাজেয়াপ্ত। ওই নিরাপত্তারক্ষী রাত ৮.২৫ মিনিট নাগাদ ল' কলেজ ছেড়ে বেরোন, খবর সূত্রের। এই ঘটনায় আরও কী কেউ জড়িত? তদন্তে পুলিশ। কসবাকাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৮ জনের বয়ান রেকর্ড।



















