SSC Protest : 'বাইরের লোকের সংখ্য়া বেশি', মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা কী বললেন চাকরিহারারা ?
ABP Ananda LIVE : (চাকরি গেছে। এবেলা লাথি, ওবেলা লাঠি খেতে হয়েছে। তারপর চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা। এবার চাকরিহারাদের আন্দোলন নিয়ে বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার তিনি বলেন--- "এতে বাইরের লোকেরা আছে। শিক্ষকের সংখ্য়া কম, বাইরের লোকের সংখ্য়া বেশি।" পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন আন্দোলনকারীরাও। আন্দোলনকারী চিন্ময় মণ্ডলের বক্তব্য় --- "এসে নিজের চোখে একবার দেখে যান, এখানে যারা আছেন, প্রত্য়েকেই যোগ্য় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। বাইরের যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে, তাদেরই পরিবারের লোক। তাছাড়া আপনারা বাইরের কাউকে পাবেন না।" কিছুদিন আগে মুর্শিদাবাদের দাঙ্গার সময় যখন প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, তখনও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল বহিরাগত্ত-তত্ত্ব। তখনও তিনি বলেছিলেন--- "মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে, ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে। সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে, কীভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করে দেব।" এবার চাকরিহারাদের আন্দোলন নিয়েও তাঁর মুখে শোনা গেল সেই তত্ত্ব। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা।




















