SSC News: যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও পাশে মুখ্যমন্ত্রী!
ABP Ananda Live: সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২৬ হাজার। যোগ্যদের সঙ্গে অযোগ্যদেরও পাশে মুখ্যমন্ত্রী! কাঁকর বাছতে গিয়ে চালের বস্তাই বাতিল। দুর্নীতির কথা এড়িয়ে অযোগ্যদেরও পাশে সরকার! ৩ বছর সময় পেয়েও কেন কোর্টে গিয়ে আলাদা করা হল না? দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করে পাল্টা প্রশ্ন শুভেন্দুর।
বিকাশরঞ্জনের নিশানায় মুখ্যমন্ত্রী !
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন এবিপি আনন্দ-র একান্ত সাক্ষাৎকারে তোপ দাগলেন তিনি। ' মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম করে, নিশানা করেছেন। তিনি বলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কি রাজনৈতিকভাবে আইসোলেটেড করা উচিত নয় ?' প্রশ্নের উত্তরে এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ঠিকই বলেছেন উনি। উনি তো দুর্নীতির পক্ষে। আমি দুর্নীতির বিপক্ষে। রাজনৈতিকভাবে আইসোলেট করা মানে, উনিই পশ্চিমবঙ্গের মানুষকে ডাক দিচ্ছেন, যে আপনারা দুর্নীতির পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন ? উনি অনেক কথা বলেন, সেটার গুরুত্ব বোঝেন না। আর যেভাবে চিৎকার করে কথা বলছিলেন, পাড়ার পাগলরা এভাবে চিৎকার করে কথা বলে। উনি তাই করেছেন। পুরো উন্মাদ।



















