Sukanta Majumdar: 'দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর', কটাক্ষ সুকান্তর
ABP Ananda Live: 'দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর'। 'চোরেদের বাইরে থাকার অধিকার নেই'। 'তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন'। 'গাথে বেঁধে উত্তমমধ্যম দিন '। বললেন সুকান্ত মজুমদার।
একলাফে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা! ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা! সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের বর্ধিত দাম কার্যকর। পেট্রোল-ডিজেলেও লিটারপ্রতি ২ টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধি। অন্তঃশুল্ক বাড়লেও, দাম বাড়বে না পেট্রোল-ডিজেলের, আশ্বাস কেন্দ্রের।
বৈঠকের আগেই তুমুল মারপিট
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগে নজিরবিহীন দৃশ্য। পাস নিয়ে সংঘাত। এক পক্ষকে রাস্তায় ফেলে মার অন্যপক্ষের।



















