(Source: ECI/ABP News/ABP Majha)
SSC scam: নিয়োগ দুর্নীতির মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি'
নিয়োগ দুর্নীতির মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি'
কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর
মুর্শিদাবাদের সুতির গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি, আদালতে রিপোর্ট পেশ করল সিআইডি
প্রধান শিক্ষককে গ্রেফতারের ৪ দিনের মাথায় আদালতে রিপোর্ট সিআইডির
'বেনিয়ম করে চাকরি পাওয়া প্রধান শিক্ষকের ছেলে অনিমেষ তিওয়ারি পলাতক'
অনিমেষ কোথায় থাকতে পারেন, সে সম্পর্কে ধারণা রয়েছে আমাদের, আদালতে মন্তব্য সিআইডির
'প্রধান শিক্ষকের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, একাধিক ব্যক্তি থাকতে পারে'
'শেষ ৩-৪ বছরে কী করে বেতন পেয়েছেন নথি জাল করে চাকরি পাওয়া অনিমেষ?'
সিআইডি-কে প্রশ্ন বিচারপতি
'অনিমেষ তিওয়ারির জাল করা নথি সরিয়ে ফেলা হয়েছে'
'জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে জাল নথি সরিয়ে ফেলা হয়েছে '
'নিয়ম অনুযায়ী, কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে সুপারিশপত্র ও নিয়োগপত্র পাঠানো হয়'
'কিন্তু এক্ষেত্রে সবই গোঠা হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস থেকে পাঠানো হয়েছে'
কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতির
১০ মার্চ মামলার পরবর্তী শুনানি