Kalyan on SSC: 'আগে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক', মমতার পদত্যাগের দাবির পাল্টা আক্রমণে কল্যাণ
ABP Ananda LIVE : SSC-র চাকরি বাতিল নিয়ে আলোচনায় বারবার ফিরে আসছে, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রসঙ্গ। মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে CBI তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে। আর এই আবহে শুভেন্দু অধিকারী ফের দাবি তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন মন্ত্রিসভা করেছিল, সেই মন্ত্রিসভাকে জেলে দেখতে চাই। মুখ্যমন্ত্রীরও পদত্যাগের দাবি তুললেন তিনি। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন, শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে ছেলে নিয়ে এসে চাকরি দিয়েছিলেন। আগে তাঁকে গ্রেফতার করা হোক।
SSC Case: বাগ-রিপোর্টে 'দুর্নীতি', চাকরি বাতিলে দায় কাদের ? 'যোগ্য়-অযোগ্য় আলাদা করতে পারতেন মুখ্য়মন্ত্রীই'
SSC ২০১৬-র প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়, অনেকেই মনে করিয়ে দিচ্ছে, বাগ কমিটির রিপোর্টের কথা। প্রায় তিন বছর আগে ২০২২-এর ১১ এপ্রিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। যাদের রিপোর্টে ছত্রে ছত্রে ফুটে উঠেছিল, শিক্ষা নিয়ে কীভাবে দুর্নীতি হয়েছে এ রাজ্য়ে।


















