SSC Update: নতুন নিয়োগ বিধি ও ভাতা-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরপর মামলা
ABP Ananda Live: SSC-র নিয়োগ-বিধির পরে শিক্ষাকর্মীদের ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা। মামলা দায়ের করলেন ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়া এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। শুধু চাকরিহারাদের জন্য কেন রাজ্য সরকারের ভাতা? কেন ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরিপ্রার্থীদের ভাতা নয়? যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের কেন বাড়তি সুবিধে? প্রশ্ন মামলাকারীদের। ৯ জুন শুনানির সম্ভাবনা।
বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সেখানে সই রয়েছে H চৌধুরীর। পাশে লেখা রেজিস্ট্রেশন নম্বর। সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্য়াল কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই H চৌধুরী আসলে চিকিৎসক হিটলার চৌধুরী। অথচ তিনি যে মেডিক্য়াল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্য়ু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজ অ্য়ান্ড হাসপাতাল। চিকিৎসক সংগঠন থেকে শুরু করে প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা, সবাই বলছেন, BMOH বা ব্লক মেডিক্য়াল অফিসার একটি নন প্র্যাক্টিসিং পোস্ট। তাই এরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। বিতর্কের পর এদিন দেখা যায় হিটলার চৌধুরীর রামপুরহাটের ফ্ল্যাটের বাইরে তালা ঝুলছে।




















