Student Death: দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার বাঁশদ্রোণীতে, এবিপি আনন্দ'র ক্যামেরা দেখে বাধা দেওয়ার চেষ্টা
মহালয়ায় দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার, বাঁশদ্রোণীতে তুলকালাম, বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। দু-পক্ষের হাতাহাতি, এবিপি আনন্দ'র ক্যামেরা দেখে বাধা দেওয়ার চেষ্টা
মহালয়ার সকালে মর্মান্তিক মৃত্যু। পে লোডারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রের। স্থানীয়রা ২টি পে লোডারে ভাঙচুর চালায়। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। এদিন সকাল ৭টা নাগাদ বাঁশদ্রোণির দীনেশ নগরে দুর্ঘটনা ঘটে। মৃতের বাড়ি রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তা বেশ কয়েকবছর ধরে বেহাল। এবার পুজোর মুখে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। আজ টিউশন পড়তে যাওয়ার সময়, সরু রাস্তায় ওই ছাত্রকে পিষে দেয় পে লোডার। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কাউন্সিলরের বিরুদ্ধে উঠল ‘হায়, হায়’ স্লোগান। নিকাশির কাজ হওয়ায় রাস্তা সারানো হচ্ছিল, প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলরের।