Sukanta: 'যদি দম থাকে বাপের বেটা হয়, কাগজ এনে জনসমক্ষে প্রমাণ করবেন', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত
ABP Ananda Live: '২০০৪ থেকে ২০১৪ তে মাননীয়া মুখ্যমন্ত্রী সরকারের অংশ ছিলেন। প্রথম ৫ বছর সেই সময় কেন্দ্রের কাছ থেকে Tax Devolution হিসেবে এই রাজ্য সরকার পেয়েছিল, ১ লক্ষ ৩৪ হাজার ১৯৫ কোটি টাকা। UPA আমলের চেয়ে NDA আমলে বেশি টাকা পেয়েছে বাংলা। যদি দম থাকে বাপের বেটা হয়, তৃণমূল কংগ্রেসের নেতাদের বলব, তথ্য এনে কাগজ এনে জনসমক্ষে প্রমাণ করবেন।' বললেন সুকান্ত মজুমদার।
মোদি সফরের দিনেই প্রধানমন্ত্রীকে এদিন জোর নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম ইস্যু ছিল অপারেশন সিঁদুর। যা নিয়ে চাঁচাছোলা মন্তব্য করেছেন এদিন তিনি। 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ওয়াকফ অশান্তি থেকে আবাস-আয়ুষ্মান। আর এবার শেষবেলায় ময়দানে নেমে তুলোধনা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'প্রধানমন্ত্রীর ভাষণ শুনে তার ছিঁড়ে গেছে' ! মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলব, মুখ খোলার দম থাকলে, মুখ খুলুন। তার আগে কানটা খুলুন। কালীঘাটের কাকুর রেকর্ডিংটা শুনুন ভাল করে। কাকে ১৫ কোটি, কাকে ২০ কোটি দিতে হবে ? পার্থর বেশি লোভ ! অভিষেকের জন্য ১৫ কোটি। অভিষেকের জন্য রাখছেন মুখ্যমন্ত্রী। কানটা খোলা আছে ? নাকি শুনতে পাচ্ছেন না ? আমি তো শুনেছি, আপনি টিভি দেখেন না। রাতে গিয়ে রিলস দেখেন। কৃষ্ণ কল্যাণী কোথায় গিয়ে ছবি তুলছে ? বাকিরা কে কোথায় কী খাচ্ছে , জিনিসটা দেখবেন আজকে। শুনেছেন অভিষেক নামটা । অভিষেককে এত দিতে হবে। নামটা চেনা চেনা লাগছে ? তীব্র আক্রমণ সুকান্তর।

















