BJP Protest: মুর্শিদাবাদেরকাণ্ডের প্রতিবাদে ধুলিয়ানে সুকান্তু মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল
ABP Ananda Live: মুর্শিদাবাদেরকাণ্ডের প্রতিবাদে ধুলিয়ানে সুকান্তু মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল। মুর্শিদাবাদেরকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি। মিছিলের সামনেই রয়েছেন সুকান্ত মজুমদার। তিনি নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের। মুর্শিদাবাদে যেভাবে অশান্তি হয়েছে, হিংসা হয়েছে ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে পথে বিজেপি।
নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি, 'ভারতের ক্ষমতা নিয়ে কোনও ধারণা নেই', স্পষ্ট বললেন প্রাক্তন সেনাকর্তা
পহেলগাঁও হামলার পর কাশ্মীরে সন্ত্রাসদমন অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি। বিভিন্ন জায়গায় সেনা-জঙ্গি এনকাউন্টারও চলছে।পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনায় কড়া ব্যবস্থা না নিয়ে হুমকি নির্লজ্জ পাকিস্তানের রেলমন্ত্রীর। গলা কাটার হুমকির পর এবার নির্লজ্জ পাকিস্তানের মুখে পরমাণু-হুমকি। 'জল বন্ধ করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত। পাকিস্তানের কাছে ১৩০টি পারমাণবিক অস্ত্র আছে, সেগুলি মডেল বানানোর জন্য রাখা হয়নি। ভারত জানেই না পাকিস্তানের কোথায় পরমাণু অস্ত্র লুকোনো আছে।' সিন্ধু চুক্তি স্থগিতের পর হুমকি সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের।


















