Medical Admission Scam: 'দুর্নীতি হয়েছে..', ক্ষোভ উগরে দিলেন মামলাকারী ছাত্রীর বাবা
রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের , সোমবার শুনানি (Supreme Court notice to WB state government )। মেডিক্যাল দুর্নীতি মামলার (Medical Admission Scam Case) বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। গতকাল মামলাকারী ছাত্রীর বাবা বলেছিলেন, 'মাইগ্রেন্ট এবং অরিজিনাল সার্টিফিকেট এক হয়ে গিয়েছে। তাঁরা পেয়ে যাচ্ছে, অথচ আমরা পাচ্ছি না। এখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে বলেই আমরা আদালতে গিয়েছি।'
মূলত চলতি বছরের মে মাসে ডাক্তারিতে ভর্তির জন্য NEET (UG) পরীক্ষায় বসেন দুর্গাপুরের বাসিন্দা ইতিশা সোরেন। জুলাই মাসে ফলপ্রকাশ হয়। ইতিশার Rank হয় ২৮ হাজার ৩১৯. প্রথম কাউন্সেলিংয়ের পর তিনি সরকারি মেডিক্য়াল কলেজে সুযোগ পাননি। আগস্ট মাসে, দ্বিতীয় কাউন্সেলিংয়ের পর তিনি বজবজের বেসরকারি কলেজ, জগন্নাথ গুপ্ত মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তির সুযোগ পান। মামলাকারীর দাবি, তিনি তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত। কিন্তু সেখানে ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে বহু প্রার্থী সরকারি কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। যাঁরা আদৌ তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত নন, তাঁরাও সেই কোটায় পড়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। যাঁদের নাম দেখে তপশিলি জাতির অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে তারা কী করে ST তালিকার অন্তর্ভুক্ত হলেন? প্রশ্ন তুলে আদালতে মামলা হয়।