Supreme Court: পরিযায়ী শ্রমিকদের মধ্য়ে বাংলাদেশি খুঁজতে তদন্ত চলবে, বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট
ABP Ananda LIVE: দেশজুড়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তার ওপর কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আজ শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়াল করেন, "শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা যায়, কিন্তু আটক করা যায় না।" পাল্টা বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তুললেন "ধরুন কেউ ভারতে অবৈধভাবে এসেছে, তাহলে সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন? আটক না করলে তারা উধাও হয়ে যাবে।" সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। শমীক ভট্টাচার্য বলেছেন "নদিয়া জেলার যে পরিযায়ী শ্রমিক আছে, মুর্শিদাবাদের যে মুসলমান ভাইরা পরিযায়ী শ্রমিক আছেন, যারা ভারতীয়, তাদের কোনও সমস্য়া নেই। বাঙালি পরিযায়ী শ্রমিক, কারা বাংলাদেশ থেকে এসেছে, জাল আধার কার্ড সংগ্রহ করেছে, তারাই দিল্লি পুলিশকে, হরিয়ানা পুলিশকে, পাঞ্জাবের পুলিশকে, মহারাষ্ট্রের পুলিশকে, কর্নাটকের পুলিশকে চিনিয়ে দিচ্ছে।" অধীর চৌধুরী বলেছেন, "আমি একটা জিনিস দেখেছি পরিযায়ী শ্রমিকদের বিপদের সব থেকে বড় কারণ হল, রাজ্য সরকার ও প্রশাসন তাঁদেরকে সাহায্য করছে না।+পরিযায়ী শ্রমিকের দুর্দশাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুঁজি করতে চাইছেন। অতএব, এটার কিন্তু সমাধান এক্ষুনি করা যায়।" অন্যদিকে আলিপুরের একটি অনুষ্ঠানে নতুন একটি ঘটনার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "একজন টেকনিক্যাল লোক, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছেন বলে তাঁকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন?"


















